পরিকল্প পরিচিতি
এক কিস্তিতে সম্পূর্ণ প্রিমিয়াম প্রদানযোগ্য সঞ্চয়ের অপূর্ব সুবিধা সম্বলিত এককালীন বীমা পরিকল্পে মেয়াদের মধ্যে বীমাবৃতের মৃত্যুতে কিংবা বীমার মেয়াদ শেষে জীবিত থাকলে বীমা অংকের দ্বিগুণ প্রতিপ্রাপ্যতার গ্যারান্টিসহ থাকায় এ দেশের স্বল্পবিত্ত মানুষ তথা বিদেশে কর্মরত বায়লাদেশীদের কাছে এটি একটি আকর্ষণীয় গ্রহণযোগ্য পরিকল্প ।
বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ
বীমার মেয়াদঃ ১০ এবং ১৫ বছর।
সর্বনিম্ন বীমা অংকঃ ৫,০০০/-টাকা।
প্রিমিয়াম প্রদান পদ্ধতিঃ এককালীন।
শর্তাবলী
মেয়াদপূর্তিতে প্রাপ্যঃ মেয়াদপূর্তির পূর্বে অথবা পরে বীমাবৃতের মৃত্যু হলে নিশ্চতভাবে মূল বীমা অংকের দ্বিগুণ টাকা প্রদান করা হবে।
মেয়াদ পূর্তির পূর্বে মৃত্যুতে প্রাপ্যঃ বীমার মেয়াদের মধ্যে গ্রাহকের মৃত্যু হলে নমিনীকে মূল বীমা অংকের দ্বিগুণ টাকা প্রদান করা হয়।
বয়সঃ এই পরিকল্পে বীমা গ্রাহকের বীমায় প্রবেশকালীন সর্বনিন্ন বয়স হবে ২০ বছর এবং সর্বোচ্চ ৪২ বছর। মেয়াদ পুর্তিতে সর্বোচ্চ ৬০ বছর।
প্রিমিয়াম নির্ণয় পদ্ধতিঃ
বার্ষিক প্রিমিয়ামঃ বার্ষিক প্রিমিয়ামের ক্ষেত্রে নিম্নোক্ত প্রিমিয়ামের হার প্রযোজ্য হবে।
ষান্মাসিক প্রিমিয়ামঃ বার্ষিক প্রিমিয়াম X ০.৫২৫
ত্রৈমাসিক প্রিমিয়ামঃ বার্ষিক প্রিমিয়াম X ০.২৭৫