পরিকল্প পরিচিতি
ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে একটি হলো পবিত্র হজ্ব। আর্থিক ও শারীরিক সামর্থ্যবান মুসলমানদের জন্য আল্লাহপাক রব্বুল আল আমিন হজ্ব কে ফরজ করেছেন । আমাদের প্রিয় নবী করিম (সা:) বলেছেন, “হজ্ব ফরজ হওয়ার পর যে ব্যক্তি হজ্ব আদায় না করে মারা গেল, আর মৃত্যু দ্বীন ইসলামের উপর হয়েছে কিনা আমি জানিনা।” - বুখারী শরীফ ।
যে সকল মুসলমান এই পবিত্র “হজ্ব' বা “উমরাহ্ হজ্ব" পালনের আকাঙ্খা পোষণ করেন, অথচ আমাদের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে অধিকাংশ মানুষ এই পবিত্র আকাঙ্খা থেকে বঞ্চিত। এই আকাঙ্খা বাস্তবে রূপ দিতে তথা পবিত্র দায়িত্ব পালনে সহযোগীতার জন্য বায়রা লাইফ চালু করেছে হজ্ব বীমা (তাকাফুল)। এ পরিকল্পে প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়। বীমা দাবীর টাকাও আয়কর মুক্ত।
বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ
বিনিয়োগঃ এই পরিকল্পের অধীনে অর্জিত জমা অর্থ ইসলামী শরীয়াহ মোতাবেক বিনিয়োগ করা হয়।
বীমার মেয়াদঃ ১০, ১৫ ও ২০ বছর।
প্রিমিয়াম প্রদান পদ্ধতিঃ বার্ষিক, ষান্মাসিক এবং ত্রৈমাসিক।
শর্তাবলী
মেয়াদপূর্তিতে প্রাপ্যঃ মেয়াদ পূর্তিতে সম্পূর্ণ বীমা অংক মুনাফাসহ পরিশোধ করা হয়। যা দিয়ে বীমা গ্রাহক আদায় করতে পারবেন হজ্ব বা উমরাহ্ হজ্ব।
মৃত্যুতে প্রাপ্যঃ বীমা চলাকালীন সময়ে বীমা গ্রাহক মৃত্যুবরণ করলে মুনাফাসহ (যদি থাকে) জমাকৃত সকল প্রিমিয়াম এবং মেয়াদপূর্তি পর্যন্ত দেয় সকল প্রিমিয়াম ফেরত দেয়া হবে। ।
সমর্পণ ও পেইড-আপঃ ন্যুনতম ২ বছরের প্রিমিয়াম পরিশোধ এবং সময় অতিবাহিত হওয়ার পর পলিসি সমর্পণ ও পেইড-আপ করা যায়। পেইড-আপ পরবর্তী কোন প্রিমিয়াম জমা দিতে হয় না। উপরন্ত পেইড-আপ পলিসির উপর প্রতিবছর আকর্ষণীয় মুনাফা যোগ করা হয়।
বয়সঃ এই পরিকল্পে বীমা গ্রাহকের বীমায় প্রবেশকালীন সর্বনিন্ন বয়স হবে ২০ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর।
প্রিমিয়াম নির্ণয় পদ্ধতিঃ
বার্ষিক প্রিমিয়ামঃ বার্ষিক প্রিমিয়ামের ক্ষেত্রে নিম্নোক্ত প্রিমিয়ামের হার প্রযোজ্য হবে।
ষান্মাসিক প্রিমিয়ামঃ প্রিমিয়াম পদ্ধতি ষান্মাসিক হলে প্রিমিয়াম হার সরনী হার থেকে ১ টাকা বেশী হবে।