পরিকল্প পরিচিতি
পাঁচ কিস্তি বীমা পরিকল্প বীমাবৃতের জরুরী আর্থিক প্রয়োজন মেটাতে সহায়তা করে। এই পরিকল্প বীমাবুতের জীবনে নতুন গতি সঞ্চার করতে পারে। কেননা এই পরিকল্পে বীমা চলাকালীন সময়ে ০৫ (পাঁচ) কিস্তির মাধ্যমে বীমার আংশিক অর্থ পরিশোধ করার ব্যবস্থা রাখা হয়েছে। আংশিক অর্থ পরিশোথ করা হলেও মেয়াদের মধ্যে বীমাবৃতের অকাল মৃত্যুতে বীমার সম্পূর্ণ টাকা পরিশোধ করার নিশ্চয়তা এই পরিকল্পের রয়েছে।
বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ
সহযোগী বীমাঃ এই পরিকল্পে নামমাত্র বাড়তি প্রিমিয়াম দিয়ে সহযোগী বীমা হিসাবে দূর্ঘটনা জনিত মৃত্যুবীমা (DIAB) অক্ষমতা ও দুর্ঘটনা জনিত মৃত্যুবীমা (PDAB) সুবিধা নেওয়া যায়।
বীমার মেয়াদঃ ১০, ১৫, ২০, ২৫ কিংবা ৩০ বছর
আয়করঃ প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়। বীমা দাবীর টাকাও আয়করমুক্ত।
সর্বনিম্ন বীমা অংকঃ ৩০ (ত্রিশ) হাজার টাকা।
প্রিমিয়াম প্রদান পদ্ধতিঃ বার্ষিক এবং ষান্মাসিক।
শর্তাবলী
মেয়াদপূর্তিতে প্রাপ্যঃ মেয়াদকালে বিভিন্ন সময়ে দেয় কিস্তির পরিমাণ নিম্নরূপঃ
- এক-পঞ্চমাংশ মেয়াদ শেষে বীমা অংকের শতকরা ১০ ভাগ
- দুই-পঞ্চমাংশ মেয়াদ শেষে বীমা অংকের শতকরা ১৫ ভাগ
- তিন-পঞ্চমাংশ মেয়াদ শেষে বীমা অংকের শতকরা ২০ ভাগ
- চার-পঞ্চমাংশ মেয়াদ শেষে বীমা অংকের শতকরা ২৫ ভাগ
- মেয়াদপূর্তির পর অর্জিত বোনাসসহ বীমা অংকের অবশিষ্ট ৩০ ভাগ অর্থ পরিশোধ করা হবে।
মৃত্যুতে প্রাপ্যঃ বীমা চলাকালীন সময়ে বীমা গ্রাহক মৃত্যুবরণ করলে 'মুদারাবা' তহবিলে জমাকৃত অর্থ মুনাফাসহ তার অছিকে (মনোনীতক) প্রদান করা হবে। এছাড়াও “তাবাররু' তহবিল থেকে বীমা গ্রাহক জীবিত থাকলে পলিসির অবশিষ্ট মেয়াদের জন্য যে পরিমান প্রিমিয়াম জমা করতেন তীর সমপরিমান অর্থও অছিকে (মনোনীতক) প্রদান করা হয়। অর্থাৎ সম্পূর্ণ বীমা অংক তার অছিকে (মনোনীতক) প্রদান করা হয়। মৃত্যুদাবীর অর্থ দিয়ে তার অছি (মনোনীতক) বীমা গ্রাহকের নামনে হজ্জ করতে পারবেন ।
সমর্পণ ও পেইড-আপঃ ন্যুনতম ২ বছরের প্রিমিয়াম পরিশোধ এবং সময় অতিবাহিত হওয়ার পর পলিসি সমর্পণ ও পেইড-আপ করা যায়। পেইড-আপ পরবর্তী কোন প্রিমিয়াম জমা দিতে হয় না। উপরন্ত পেইড-আপ পলিসির উপর প্রতিবছর আকর্ষণীয় মুনাফা যোগ করা হয়।
বয়সঃ এই পরিকল্পে বীমা গ্রাহকের বীমায় প্রবেশকালীন সর্বনিন্ন বয়স হবে ২৫ বছর এবং সর্বোচ্চ ৫৫ বছর। মেয়াদ পুর্তিতে সর্বোচ্চ ৭০ বছর।
প্রিমিয়াম নির্ণয় পদ্ধতিঃ
বার্ষিক প্রিমিয়ামঃ বার্ষিক প্রিমিয়ামের ক্ষেত্রে নিম্নোক্ত প্রিমিয়ামের হার প্রযোজ্য হবে।
ষান্মাসিক প্রিমিয়ামঃ বার্ষিক প্রিমিয়াম X ০.৫২৫
ত্রৈমাসিক প্রিমিয়ামঃ বার্ষিক প্রিমিয়াম X ০.২৭৫