পরিকল্প পরিচিতি
এ পরিকল্পটি সারা মুসলিম বিশ্বে অত্যন্ত জনপ্রিয়। এ পরিকল্পের অধীনে স্ত্রীকে স্বামী কর্তৃক দেয় দেনমোহর প্রদানের নিশ্চয়তা রয়েছে। এ পরিকল্পের অধীনে দেনমোহরের সমপরিমাণ অংকের বীমা করা হয়। তবে ইচ্ছা করলে এর চেয়ে বেশী অংকের বীমাও করা যায়। এ পরিকল্পের অধীনে মেয়াদপূর্তির আগে বীমাবৃতের মৃত্যুতে পুরো বীমা অংক অর্জিত লাভসহ নমিনীকে (বীমা গ্রাহকের স্ত্রীকে) প্রদান করা হয়। মেয়াদান্তে বীমা গ্রহীতা জীবিত থোকলে লাভসহ বীমা অংক প্রদান করা হয়।
বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ
বীমার মেয়াদঃ ১০, ১৫ এবং ২০ বছর।
প্রিমিয়াম প্রদান পদ্ধতিঃ বার্ষিক ও ষান্মাসিক।
শর্তাবলী
মেয়াদ পূর্তির পূর্বে প্রিমিয়ামদাতার মৃত্যু হলে: এ পরিকল্পের অধীনে মেয়াদপূর্তির আগে বীমাবৃতের মৃত্যুতে পুরো বীমা অংক অর্জিত লাভসহ নমিনীকে (বীমা গ্রাহকের স্ত্রীকে) প্রদান করা হয়। মেয়াদান্তে বীমা গ্রহীতা জীবিত থোকলে লাভসহ বীমা অংক প্রদান করা হয়।
বয়সঃ এই পরিকল্পে সর্বনিম্ন বয়স ২০ এবং সবোর্চ ৫০ বছর।
প্রিমিয়াম নির্ণয় পদ্ধতিঃ
প্রিমিয়াম নির্ণয় পদ্ধতিঃ
বার্ষিক প্রিমিয়ামঃ বার্ষিক প্রিমিয়ামের ক্ষেত্রে নিম্নোক্ত প্রিমিয়ামের হার প্রযোজ্য হবে।
ষান্মাসিক প্রিমিয়ামঃ প্রিমিয়াম পদ্ধতি ষান্মাসিক হলে প্রিমিয়াম হার সরনী হার থেকে ১ টাকা বেশী হবে।